যেসব স্থানে তেলাপোকার আনাগোনা বেশি সেসব স্থানে রাতের বেলায় জেলটি লাগিয়ে দিবেন তবে বিশেষ করে কিচেন এবং ডাইনিং এর আশে পাশে অবশ্যই এপ্লাই করতে হবে। প্রথম অল্প পরিমাণে লাগিয়ে দিবেন এর পর ঘরের লাইট বন্ধ করে দিবেন বাকি জেল পর দিন দিবেন।
সারা ঘরের তেলাপোকা ওখানে এসে এই খাবার খেয়ে যাবে। আশেপাশে যেন অন্যান্য খাবার পড়ে না থাকে, মানে তেলাপোকা গুলো যেন অন্য খাবার না পায় তাহলে অনেক ভালো কাজ করবে। যদি ফ্রিজের ভিতরে থাকে তাহলে ফ্রিজের ভেতরেও লাগিয়ে দিবেন তবে খাবারে যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এবং জেল লাগানোর পর মুছে ফেলবেন না। তেলাপোকা কে জেল খাওয়ার সময় দিতে হবে।
আপনি সম্ভবত আমাদের এ্যডে নিশ্চয়ই দেখেছেন যে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের পণ্য, সুতরাং এটি 100% পরীক্ষিত এবং কাজ না হওয়ার কোনো সুযোগ নেই। কাস্টমার ফিডব্যাক খুবই ভালো।
Get Out Gel হচ্ছে তেলাপোকা নিধনের জেল। এটি কোনো গ্যাস জাতীয় ক্যামিকেল না, তারপরও বাচ্চা এবং পোষা প্রানি থেকে দূরে রাখতে হবে।
মেয়াদকাল ২ বছর।
তেলাপোকা বেশী থাকলে একবারেও দিতে পারেন আর কম থাকলে অল্প অল্প করে দিয়ে বাকিটা রেখেও দিতে পারেন।
না, এটা যেহেতু তেলাপোকার খবার বা বেইট সুতরাং এটা ওভাবেই রেখে দিতে হবে। তেলাপোকা খাবার খেয়ে নিজেরাই পরিষ্কার করে ফেলবে।